| শনিবার, ২৩ জুলাই ২০২২ | প্রিন্ট | 148 বার পঠিত
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারি, ক্লেইম কমিটির চেয়ারম্যান এ কে এম আমিনুল ইসলাম, নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান তাহমিনা আফরোজসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোক্কারম দস্তগীর ও শেয়ারহোল্ডার সভায় অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে ২০২১ সালের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২১ সালের ডাইরেক্টরস রিপোর্ট, অডিটেড একাউন্টস, অডিটরর্স রিপোর্ট এবং ২০২২ সালের জন্য অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পুনঃনিয়োগ অনুমোদন করে। কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুলাই ২০২২
bankbimaarthonity.com | rina sristy