নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 70 বার পঠিত
কোনো কোম্পানি যখন আইপিও’র মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, তখন সেটি মূলত শেয়ারবাজারে প্রবেশের প্রাথমিক ধাপ সম্পন্ন করে। কিন্তু তালিকাভুক্তির পরই শুরু হয় কোম্পানিটির প্রকৃত দায়িত্ব-নির্ধারিত নিয়ম, নীতিমালা ও শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা। এর লক্ষ্য হলো কোম্পানির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসিত কর্পোরেট ব্যবস্থাপনা নিশ্চিত করা। বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে হলে এই শর্তসমূহ ধারাবাহিকভাবে পালন করাই দায়িত্বশীল ও টেকসই কর্পোরেট আচরণের প্রতিফলন। তাই তালিকাভুক্ত কোম্পানিগুলো যদি তালিকাভুক্তির পর নির্ধারিত নিয়ম ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে, তবে এতে কোম্পানির বিনিয়োগকারীরা যেমন লাভবান হবেন, তেমনি সামগ্রিকভাবে পুঁজিবাজারও হবে আরও স্থিতিশীল ও উপকৃত।
ডিএসই’র ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ‘Continuing Listing Requirements Post IPOÓ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে গতকাল সনদ বিতরণী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএসইসি’র পরিচালক মো. আবুল কালাম ও ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আজকের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আইপিও-পরবর্তী নিয়মিত দায়িত্ব, প্রকাশযোগ্য তথ্য, আর্থিক প্রতিবেদন এবং লিস্টিং রিকোয়ারমেন্টস সম্পর্কিত বিষয়গুলো আরও গভীরভাবে অনুধাবন করতে পেরেছেন। এই জ্ঞানকে বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করে তুলবেন-এটাই আমাদের প্রত্যাশা।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি’র পরিচালক মো. আবুল কালাম, একনাবিন চার্টার্ড অ্যাকান্ট্যান্টস এর পরিচালক মাহমুদুর রহমান, এফসিএ এবং ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, বিএসইসি (রাইটস ইস্যু) রুলস ২০০৬, রিভ্যালুয়েশন গাইডলাইনস, ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এবং কমপ্লায়েন্স ইন লিস্টিং রিকুয়ারমেন্টস এন্ড এনফোর্সমেন্টস বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy