• তিতাস গ্যাস কোম্পানির ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

    বিবিএনিউজ.নেট | ২২ ডিসেম্বর ২০১৯ | ৩:১৭ অপরাহ্ণ

    তিতাস গ্যাস কোম্পানির ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
    apps

    তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা ২২ ডিসেম্বর রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে কোম্পানি কর্তৃপক্ষ।

    জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব এবং তিতাস বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল-মামুন, স্বতন্ত্র পরিচালক এম রফিকুল ইসলাম ও খান মইনুল ইসলাম মোস্তাক, পরিচালক মো. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, হাইয়ুল কাইউম, মো. মোস্তফা কামালসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মাহমুদুর রব।

    Progoti-Insurance-AAA.jpg

    সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৬,৫৬৭.৬১ ঘনমিটার গ্যাস বিক্রি করে ১৪ হাজার ১৫৩ কোটি ৯৩ লাখ টাকা রাজস্ব আয় করে, যা আগের বছরের তুলনায় ০.২৫ শতাংশ কম।

    আলোচ্য বছরে কোম্পানির করপূর্ব ও কর-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে ৬২৬ কোটি ৬৩ লাখ এবং ৪৬৪ কোটি ৪৭ লাখ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৭০ পয়সা।


    আলোচ্য বছরে কোম্পানি বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করেছে ৫৯২ কোটি ৫৫ লাখ টাকা।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:১৭ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি