
বিবিএ নিউজ.নেট | রবিবার, ০৭ মার্চ ২০২১ | প্রিন্ট | 518 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ থাকবে।
কোম্পানি তিনটি হচ্ছে- রবি আজিয়াটা, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো লিমিটেড। এর আগে স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হয়েছে গতকাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবি আজিয়াটার অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ১ হাজার ২৩৬ কোটি ২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৩৫টি। এর মধ্যে ৯০.৫ শতাংশ পরিচালক, ২.০৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৭.৯২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। ২০২০ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে রবি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৯৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৪৮১ কোটি ২১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ৩২০টি। এর মধ্যে ৩৩.৮০ শতাংশ পরিচালক, ২০.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৮ শতাংশ বিদেশি এবং ৩৭.৮৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। ২০১৯ সালে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৫ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। ২০১৯ সালে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
Posted ৩:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy