বিবিএ নিউজ.নেট | ০৪ জানুয়ারি ২০২১ | ২:৫১ অপরাহ্ণ
বিদেশি ও যৌথ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অনলাইন ভিত্তিক সর্ববৃহৎ বিটুবি (বিজনেস-টু-বিজনেস)কনক্লেভ আয়োজন করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
আগামীকাল থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশে প্রথমবারের মতো বিজনেস কনক্লেভ ২০২০ অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ১৭৬টি বিটুবি ম্যাচ-মেকিং সেশন থাকবে।
ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০ আয়োজন করবে ডিসিসিআই। আগামীকাল বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিতব্য কনক্লেভের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন।
তিন দিনব্যাপী অনলাইন ভিত্তিক এ কনক্লেভে বাংলাদেশসহ বিশ্বের আরও ১০টি দেশের ২২৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো- আলজেরিয়া, বাংলাদেশ, চীন, মিশর, ইথিউপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনাম। অনুষ্ঠানের তিনদিনে সর্বমোট ১৭৬টি বিটুবি ম্যাচ-মেকিং সেশন হবে, যেখানে দেশীয় ৯০টি প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের ১৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy