| বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 814 বার পঠিত
ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ বিমা কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর ১টার দিকে কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৮ লাখ ৩ হাজার ৭১১টি শেয়ার ২১.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ১.৯০ টাকা বেড়ে সর্বশেষ ২১.২০ টাকায় লেনদেন হয়।
তাফাফুল ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১ লাখ ৩৫ হাজার ৯০৮টি শেয়ার ৩১.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮২ শতাংশ বা ২.৮০ টাকা বেড়ে সর্বশেষ ৩১.৩০ টাকায় লেনদেন হয়।
অগ্রণী ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ২৮ হাজার ৪৮১টি শেয়ার ৩০.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ২.৭০ টাকা বেড়ে সর্বশেষ ৩০.৩০ টাকায় লেনদেন হয়।
Posted ১:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed