| শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 917 বার পঠিত
২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ক্ষুদ্রবীমায় ৮৬৩ কোটি ২৯ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ হয়েছে। যা বীমাখাতে সংগৃহীত মোট প্রিমিয়ামের ১৫ শতাংশ। আলোচ্য সময়ে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৯ কোটি ১৬ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তৃতীয় প্রান্তিকের প্রতিদেনে এ তথ্য প্রকাশ করেছে।
এ ছাড়াও গত বছরের প্রথম ৩ প্রান্তিকে প্রিমিয়াম সংগ্রহে ক্ষুদ্রবীমার পরের অবস্থানে রয়েছে তাকাফুল ইন্স্যুরেন্স। মোট প্রিমিয়াম সংগ্রহের ১২.৬৭ শতাংশ বা ৭৩১ কোটি ৯৬ লাখ টাকা এসেছে খাতটি থেকে। আর গ্রুপ ও হেলথ খাতে প্রিমিয়াম আয় ৪০১ কোটি ৮৬ লাখ টাকা, যা মোট প্রিমিয়ামের ৬.৯৫ শতাংশ। বাকী ৬৫.৪৪ শতাংশ প্রিমিয়াম এসেছে একক বীমাখাতে।
প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত লাইফ বীমাখাতে ক্ষুদ্রবীমা পলিসিতে ২৩৯ কোটি ৫৭ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ হয়েছে। যা আলোচ্য প্রান্তিকে সংগৃহীত মোট প্রিমিয়ামের ১৩.৮৪ শতাংশ। এ প্রান্তিকে মোট প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ১ হাজার ৭৩১ কোটি ১২ লাখ টাকা।
এপ্রিল থেকে জুন তথা দ্বিতীয় প্রান্তিকে ক্ষুদ্রবীমা পলিসির প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ২.৭১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৩৮ কোটি ৪৮ লাখ টাকা। এই সময়ে লাইফ বীমাখাতে মোট প্রিমিয়াম সংগ্রহ ২ হাজার ৪৪ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য প্রান্তিকে মোট প্রিমিয়ামের ১৬.৫৫ শতাংশই ক্ষুদ্রবীমা।
এ ছাড়া তৃতীয় প্রান্তিকে ক্ষুদ্রবীমা খাতে প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ২৮৫ কোটি ২৪ লাখ টাকা। যা আলোচ্য সময়ে সংগৃহীত মোট ২ হাজার ৩ কোটি ২৯ লাখ টাকা প্রিমিয়ামের ১৪.২৪ শতাংশ। প্রথম প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ৪৫ কোটি ৬৭ লাখ টাকা তথা ১৯.০৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
Posted ১:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed