• তৃতীয় বর্ষপূর্তি: লাভেলোর নতুন চার আইসক্রিম

    বিবিএনিউজ.নেট: | ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ৩:৩১ অপরাহ্ণ

    তৃতীয় বর্ষপূর্তি: লাভেলোর নতুন চার আইসক্রিম
    apps

    তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চারটি ভিন্ন স্বাদের নতুন আইসক্রিম বাজারে এনেছে লাভেলো। সম্প্রতি কক্সবাজারের হোটেল কক্স টুডের হল অব স্টারে লাভেলোর এই নতুন চারটি ভিন্ন স্বাদের আইসক্রিম উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী দাতো মো. একরামুল হক।

    এর মধ্যে জাফরান ও পেস্তা বাদামের শাহী স্বাদে শাহী কুলফি আর বেলজিয়ান চকোলেটের ইয়াম্মি স্বাদের এই দুই আইসক্রিম দেশের সর্বত্র পাওয়া যাবে যথাক্রমে ১৫ টাকা এবং ৬০ টাকা মূল্যে। একই সঙ্গে ৪০ টাকা মূল্যের র‌্যাকফরেস্ট ও শাহী সন্দেশ ফ্লেলভারের ১২০ মি.লি. কাপ আইসক্রিমও সারা দেশে পাওয়া যাবে।

    Progoti-Insurance-AAA.jpg

    এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন লাভেলোর চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান, উপদেষ্টা এস.এম. মমতাজুল ইসলাম এবং চিফ স্ট্র্যাটেজিক অফিসার এম. রাজীব হাসান।

    অনুষ্ঠানে ভোক্তা ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক বলেন, প্রতি বছরই লাভেলো ডে-তে নতুন পণ্য বাজারে আসবে। গত তিন বছরের সাফল্যের ধারাবাহিকতায় গুণগত মান আরও উন্নত করা হবে।


    প্রসঙ্গত ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করেতাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান লাভেলো আইসক্রিম। দিনটিকে স্মরণীয় রাখতে প্রতি বছর ‘লাভেলো ডে’ উদযাপন করে আসছে প্রতিষ্ঠানটি।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি