সোমবার ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

থাই মেলায় জনপ্রিয় পাতার পারফিউম

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ৩০ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   698 বার পঠিত

থাই মেলায় জনপ্রিয় পাতার পারফিউম

হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া চার দিনব্যাপী থাইল্যান্ড ট্রেড ফেয়ারের শেষদিনে পণ্যের বিক্রি বেড়েছে। একইসঙ্গে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। নানা পণ্যের পসরা নিয়ে আয়োজিত এ মেলায় ক্রেতার ভিড় থাকায় বেশ উচ্ছ্বসিত থাই ব্যবসায়ীরা। তবে শেষদিন সকাল থেকে বেশি বিক্রি হতে দেখা গেছে থাইল্যান্ডের পাতার পারফিউম। প্রায় পাঁচ রকমের (রংয়ের) আর্টিফিশিয়াল পাতা দিয়ে নানা ফুলের নির্যাসে তৈরি এসব পাতা রুমে রাখলেই এয়ারফ্রেশনারের কাজ করবে।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত থাইল্যান্ড ট্রেড ফেয়ার ঘুরে এ চিত্র দেখা গেছে।

এর আগে গত ২৭ মার্চ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে হোটেল সোনারগাঁওয়ে শুরু হয় চার দিনব্যাপী থাইল্যান্ড ট্রেড ফেয়ার। মেলার শুরু থেকেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় লক্ষ করা গেছে।

চার দিনব্যাপী এ মেলায় প্রদর্শিত হচ্ছে প্রধান পণ্যসমূহ ও সেবার মধ্যে রয়েছে চিকিৎসা-স্বাস্থ্যসেবা, প্রসাধনী, গার্মেন্টস ও ফ্যাশনসামগ্রী, ইলেকট্রনিক পণ্য, জুয়েলারি, স্পা, ফলমূল, খাবার-পানীয়, কনফেকশনারি, সাজসজ্জার উপকরণ, জুতা-মোজা, চামড়াজাত পণ্য ও গৃহস্থালিসহ বিভিন্ন পণ্য।

মেলার পাশাপাশি বাণিজ্য বিষয়ক দফতর এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আয়োজন করেছে থাই ফুড ফেস্টিভ্যাল। এছাড়াও এ মেলায় প্রতিদিনি থাই শিল্পীদের পরিবেশনায় থাই ক্ল্যাসিকাল ডান্স শোর আয়োজন রয়েছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, শেষদিনে মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করছেন থাইল্যান্ডের তৈরি পাতার পারফিউমের স্টলগুলোতে। মেলার শেষ সময়ে দেখার চেয়ে ক্রেতার সংখ্যাই ছিলো বেশি।

ব্যবসায়ীরা বলছেন, পরিবেশবান্ধব পাতার এ পারফিউম রুমে রাখলে এক মাস পর্যন্ত ঘ্রাণ ছড়াবে। নানা রং ও ভিন্ন ভিন্ন ফুলের নির্যাস থাকায় ক্রেতারা তাদের পছন্দমতো এ এয়ারফ্রেশনার নিতে পারছেন। এখন পর্যন্ত এগুলোর বিক্রি ভালো। প্রতি প্যাকেট আর্টিফিশিয়াল পাতার পারফিউমের দাম রাখা হচ্ছে ১০০ টাকা। প্রতিটি কয়েল ১৫ মিনিট পর্যন্ত চলবে।

মৌটুসি মৌ নামে এক ক্রেতা বলেন, আমি মেলার শুরুর দিনে এক প্যাকেট পারফিউম এরয়ারফ্রেশনার নিয়েছিলাম। ব্যবহারের পর ভালো মনে হওয়ায় আজ বন্ধুদের নিয়ে এসেছি। আজও কেনার ইচ্ছা আছে।

মেলার ৬৬ নম্বর স্টল মুনসাধে ব্যাংকক লিমিটেডের বিক্রয় প্রতিনিধি রাব্বি হোসেন জানান, প্রথমে অনেক দর্শনার্থী এ পারফিউম দেখেছেন। তবে এখন দেখার চেয়ে ক্রেতা বেশি আসছে। পরিবেশবান্ধব এ পারফিউম কোনো ঘরে রাখলে এয়ারফ্রেশনারের কাজ করবে। প্রায় এক মাস পর্যন্ত ঘ্রাণ ছড়াবে।

এবারের মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজ শনিবার রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11832 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।