বিবিএনিউজ.নেট | ১৯ আগস্ট ২০২০ | ৩:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-মধ্য উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, যার ফলে এই সময়ে এসব অঞ্চলের নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
বুধবার এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা আরও বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে। গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে বিপৎসীমার উপর দিয়ে ৪টি নদীর পানি ৪টি স্টেশনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলো হলো- যমুনা নদীর পানি সারিয়াকান্দিতে ৫, আত্রাইয়ের পানি বাঘাবাড়িতে ৬, ধলেশ্বরীতে এলাসিনে ২২ এবং পদ্মার গোয়ালন্দে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের টেকনাফে ১১৫ ও কক্সবাজারে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের উজানে ভারতের চেরাপুঞ্জিতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed