| রবিবার, ১৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
আজ ১৮ আগস্ট দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হলেও কিছু সময় পরই উত্থান ঘটে। কিন্তু এরপর আবারও সূচকের একটানা পতন হয়। দিনশেষে সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১২ শতাংশ বা ১২৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৮.৬৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪০.১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৬.৬০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, কমেছে ৩৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৯৮৪ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮০ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৪৮.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৯০৩.৮৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৬৪.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৭৯.৩৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯১ টির, কমেছিল ২৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ২৭ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৪২১ টি শেয়ার ১ লাখ ৯২ হাজার ৯৬০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯৯৯ কোটি ১ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫১৮ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৫ শতাংশ বা ৩১৬.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৭১৫.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫ টির, কমেছে ২০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ১১ টাকা।
Posted ৪:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | saed khan