নিজস্ব প্রতিবেদক | ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৩:৩৫ অপরাহ্ণ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শেয়ার দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪০.৩০ টাকায়। আজ বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২১৯.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা বা ৮.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিকিউ বলপেন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ৭.৪২ শতাংশ, মেঘনা পেটের ৭.১৮ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসে নেটওয়ার্কের ৬.১৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.৪৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫.০১ শতাংশ, ইমাম বাটনের ৪.৮৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪.৬২ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর ৪.৫৪ শতাংশ কমেছে।
বাংলাদেশ সময়: ৩:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan