
পুঁজিবাজার ডেস্ক | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 950 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে সাভার রিফ্রাক্টরিজ। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ টাকা ৬০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১২৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮২ বারে ১২ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ ২৫ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএস স্টিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭ হাজার ১৩৬ বারে ৩৭ লাখ ৪৭ হাজার ১০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জ। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ বা ৩২ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭৯৬ বারে ৩ লাখ ৪৭ হাজার ৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড-১, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, এমএল ডায়িং, বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, কাসেম ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল।
Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed