পুঁজিবাজার ডেস্ক | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 786 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। দশটির মধ্যে ১ম, ২য়, ৩য় স্থানসহ মোট সাতটি স্থানে রয়েছে কোম্পানিগুলো।
আজ দর বাড়ার শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৮৫ বারে ৩৩ লাখ ৭১ হাজার ১০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৫৫ বারে ৪০ লাখ ৭১ হাজার ৮৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৪৩ বারে ১৭ লাখ ২৬ হাজার ৮৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, প্রভাতি ইন্স্যুরেন্স ও আইটি কনসালটেন্টস।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed