বিবিএনিউজ.নেট | ২২ ফেব্রুয়ারি ২০২১ | ১১:২৬ পূর্বাহ্ণ
দেশের অর্থনীতির সব খাত করোনার ক্ষতি থেকে সমানভাবে পুনরুদ্ধার নিশ্চিত করতে পারছে না। বড় ও মাঝারি খাত এগিয়ে থাকলেও মাইক্রো ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো অনেকটাই পিছিয়ে। সে হিসেবে বর্তমান পুনরুদ্ধারের গতি- আকৃতির এবং মাইক্রো ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর অবস্থার অবনতি হচ্ছে বলে গবেষণা সংস্থা সিপিডির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি বলছে, অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ায় এক ধরনের অসমতা পরিলক্ষিত হচ্ছে, যাতে দেখা যাচ্ছে বড় ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধারের কাজ দ্রæততার সঙ্গে এগিয়ে চললেও মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসা-প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধারের প্রক্রিয়া অনেকটাই মন্থর। জানুয়ারি পর্যন্ত কৃষিখাতের প্রণোদনার অর্ধেকও বিতরণ হয়নি। ব্যাংকের সঙ্গে সম্পর্ক না থাকায় ছোট খাতের উদ্যোক্তারা প্রণোদনা পাচ্ছেন না। বিতরণ করা প্রণোদনার টাকা কারা পাচ্ছেন, এ প্রণোদনার কতটুকু ইচ্ছাকৃত খেলাপিদের হাতে যাচ্ছে, আর কতটুকু অনাদায়ী থাকার আশঙ্কা রয়েছে এসব বিষয়ে সার্বিক পর্যালোচনা প্রয়োজন। পাশাপাশি যারা প্রণোদনা পাননি, তাদের জন্য উদ্যোগ নেয়া দরকার।
অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সরকারকে কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তার মধ্যে অন্যতম হলো বড় আকারের সরকারি ঋণ ব্যবস্থাপনা এবং সরকারের নিয়ন্ত্রণে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা। কিন্তু পরিসংখ্যান বলছে, গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারি ব্যয় কম। অর্থনীতির গতি বাড়াতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেটির সর্বোচ্চ উপযোগ নিশ্চিত করা যায়নি। এর সুবিধা বড় শিল্প পেলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প পায়নি। এসএমই শিল্পের গতিশীলতা ফিরে আসেনি, প্রণোদনার সুবিধাও সেভাবে পায়নি তারা। প্রণোদনা কর্মসূচির পরবর্তী ধাপে সেগুলো পুনঃপর্যালোচনা ও কাঠামোগত পুনর্গঠনের ওপর গুরুত্ব দিতে হবে। সরকার এক্ষেত্রে দ্বিতীয় দফায় প্রণোদনা প্রদানের কথা ভাবছে। শুধু সময় বাড়িয়ে একই প্রণোদনা কর্মসূচির পুনঃঘোষণা কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে না। নতুন কর্মসূচিতে ক্ষুদ্র ও ছোট শিল্পখাত, কৃষি, তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনীমূলক উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১১:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed