নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ মে ২০২৪ | প্রিন্ট | 45 বার পঠিত
শেয়ারবাজারকে আরও গতিশীল করতে একটি রোডম্যাপ সামনে নিয়ে আগাতে হবে জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, দীর্ঘ মেয়াদী বিনিয়োগ ছাড়া শেয়ারবাজারে গতিশীলতা বাড়ানো যাবে না। এর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আমরা সিইও ফোরামের সঙ্গে বৈঠক করেছি।
সোমবার (১৩ মে) রাজধানীর নিকুঞ্জে ডিএসইর নিজস্ব কার্যালয়ে সিইও ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় সিইও ফোরামের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটের দিকে ধাবিত হতে হবে।
তিনি বলেন, বিএসইসি চেয়ারম্যান প্রাথমিক গণপ্রস্তাব নিয়ে যে ইতিবাচক মন্তব্য করেছে তা আমাদের কাজে অনুপ্রেরণা দিবে। আমরা নিয়ন্ত্রক সংস্থার পরামর্শের ভিত্তিতে কাজ করবো।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের এই নেতিবাচক সময়ে সংকট কাটিয়ে উঠতে সিইও ফোরামের সঙ্গে কর নীতি, বাজারে পণ্য বৃদ্ধিসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে।
শেয়ারবাজারের সমস্যা সমাধানে বিএসইসির সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছেন ডিএসই চেয়ারম্যান
Posted ৮:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪
bankbimaarthonity.com | rina sristy