বিবিএ নিউজ.নেট | বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 259 বার পঠিত
আগামী দুই-তিন মাসের মধ্যে রেমিট্যান্স স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৬ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা ধীরে ধীরে ঠিক হবে, বাড়বে। গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখনও যে গতিতে আসছে সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে, ২২ বিলিয়ন ডলারের কম না। মূল কারণ হচ্ছে বিদেশে যেসব প্রবাসী আছে, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আছে তাদের কাছ থেকেই। যারা বিদেশে যায়। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয় দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
সিডিপি বলেছিল অন্য কোনো টাকা রেমিট্যান্সের নাম করে দেশে ঢুকছে কিনা, সেটা চেক করার জন্য- এমন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের অবাস্তব প্রস্তাব, তারা বিভিন্ন কথাবার্তা বলে। কেউ বলে যে, দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিয়ে সেখান থেকে। আমাদের বহু খাত আছে যেখানে প্রণোদনা দিয়ে থাকি। শুধু রেমিট্যান্সকে টার্গেট করবে কেন? সেটা ঠিক না। আমাদের আরেকটু সময় দিতে হবে, আমরা দেখব।’
তিনি আরও বলেন, ‘আগে যে পরিমাণ জনবল বিদেশে ছিল সে পরিমাণ বিদেশে আছে কিনা, সেটা হওয়ার পরেও কম এলে বুঝতে হবে অন্য কোনো কারণও থাকতে পারে। পুরাতন কাপড় আমদানি বন্ধ করা নিয়ে প্রস্তাব ছিল। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। শীতের কাপড় আসে, সেটা বন্ধ হয়ে গেলে—বন্ধ হয়নি, বন্ধ হবে না।’
Posted ৩:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy