বিবিএ নিউজ.নেট | ২১ মার্চ ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছে। সিকিউরিটিজ হাউজ দুটি হচ্ছে-ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড।
ভবিষ্যতে এসব হাউজকে সিকিউরিটি আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রতিষ্ঠানগুলো আইনের কোন ধারা লঙ্ঘন করেছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বাংলাদেশ সময়: ৫:৩১ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy