নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ আগস্ট ২০২২ | প্রিন্ট | 133 বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (৩১ আগস্ট) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচক ওঠানামার পর এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১০৭ পয়েন্ট।
এর ফলে টানা পাঁচ কার্যদিবস উত্থান হলো উভয় শেয়ারবাজার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, আর অপরিবর্তিত রয়েছে আট কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে বীমা খাতের ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে পাঁচটির আর অপরিবর্তিত ছিল তিন কোম্পানির শেয়ার দর।
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৫২ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৬৪৪টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ২ হাজার ৫৬ লাখ ৯৪ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১৭৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। এরপর রয়েছে- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, ম্যাকসন স্পিনিং, ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং, ন্যাশনাল পলিমার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডর শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ১৭৮ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকার শেয়ার।
Posted ৭:১২ অপরাহ্ণ | বুধবার, ৩১ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | rina sristy