বিবিএ নিউজ.নেট | ০৯ মার্চ ২০২১ | ৪:২৮ অপরাহ্ণ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিগ্যাল ও প্রসিকিউশন শাখার মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মফিজুর রহমান ভূঁইঞা ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। গত সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুদকের লিগ্যাল ও প্রসিকিউশন শাখার মহাপরিচালক (ডিজি) মফিজুর রহমান গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাস ভবনে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
তার এ অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
এক শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, মফিজুর রহমানের মৃত্যুতে দুদক ও বিচার বিভাগ একজন অকৃত্রিম স্বজন হারিয়েছে। তিনি ছিলেন সততা, নিষ্ঠা, মেধা ও মননশীলতার অনুপম দৃষ্টান্ত। দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্বপালনকালে তার কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও সততার প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
bankbimaarthonity.com | rina sristy