বিবিএনিউজ.নেট | সোমবার, ০৮ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 604 বার পঠিত
চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটের টয়লেটে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। আজ সোমবার ভোরে এ তল্লাশি চালানো হয়।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা ভোর ৬টা ০৭ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা আবুধাবি থেকে আসা বিমানের বিজি-১২৮ নম্বর ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় তারা বিমানের পরিত্যক্ত টয়লেটে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed