
বিবিএনিউজ.নেট | সোমবার, ৩০ মার্চ ২০২০ | প্রিন্ট | 407 বার পঠিত
দেশে নতুন করে আরেকজনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত নিশ্চিত করা হলো। সেই সঙ্গে আরো ৪ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আজ সোমবার কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর এবং এর বাইরের সেন্টারগুলো মিলিয়ে ১৫৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে মোট এক হাজার ৩৩৮ নমুনা পরীক্ষা করা হলো।
নতুন করে কভিড-১৯ এ আক্রান্ত একজন নারী, তার বয়স ২০ এ ঘরে বলে জানান সেব্রিনা ফ্লোরা। তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি।
আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হওয়া চারজনের মধ্যে একজন ৮০ ঊর্ধ্ব বয়সী বৃদ্ধও রয়েছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক।
Posted ১:০৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed