• দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আপিও লটারির ড্র ১০ মার্চ

    নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ ২০২১ | ১১:১৫ পূর্বাহ্ণ

    দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আপিও লটারির ড্র ১০ মার্চ
    apps

    আগামী ১০ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্সুরেন্সের লিমিটেডের আইপিও লটারির ড্র। ওই দিন কোম্পানিটির লটারির ড্র বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। লটারির মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম নিয়মিত সভায় আইপিও’র অনুমোদন দেওয়া হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৬০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৬ কোটি টাকা তুলবে। যা দিয়ে সরকারি ট্রেজারী বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

    ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ১১ টাকা ৬২ পয়সা।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১১:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি