• দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ২৯ মার্চ

    নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ ২০২১ | ১০:৫১ পূর্বাহ্ণ

    দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ২৯ মার্চ
    apps

    সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা বীমা খাতের দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী ২৯ মার্চ । এদিন ‘এন’ ক্যাটাগরিতে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “DGIC”। আর কোম্পানি কোড হবে ২৫৭৫০। গত ২৩ মার্চ কোম্পানিটির লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। এর আগে কোম্পানিটি গত ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।
    ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা যায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বিনিযোগকারীদের স্বার্থ রক্ষার্থে চাঁদা গ্রহণের তারিখ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত করার নির্দেশ দিয়েছিল।

    Progoti-Insurance-AAA.jpg

    এতে আরও বলা হয়, ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহণ শুরুর দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ডের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা এবং অন্যান্য যোগ্য বিনিযোগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ১ (এক) কোটি টাকা বিনিযোগ থাকতে হবে।

    উল্লেখ্য, দেশ জেনারেল ইন্সুরেন্সকে ১০ টাকা ইস্যু মূল্যের ১কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ও ফিক্সড ডিপোজিট,পুঁজিবাজারে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ বাবদ ব্যয় করা হবে।


    কোম্পানিটির ৩১শে ডিসেম্বর, ২০১৯ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া নেট অ্যাসেট ভ্যালু ১১টাকা ৬২ পয়সা। শেয়ার প্রতি আয় ইপিএস ১টাকা ৩৬ পয়সা।

    কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১০:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি