
একেএম মনিরুল হক | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট | 368 বার পঠিত
একটি দেশের বীমাখাত যতো শক্তিশালী, সে দেশের অর্থনীতি ততো শক্তিশালী। এটা প্রথম বুঝতে পেরেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাই তিনি দেশ স্বাধীনের পরপরই বীমাখাতের উন্নয়নে সংস্কার ও সুশাসনে হাত দেন। দেশের স্বাধীনতা সংগ্রামে বীমাখাতের অবদান রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পেশার আড়ালে স্বাধীনতা সংগ্রামের কাজ করে গেছেন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুই প্রথম বীমাখাতের সংস্কারে হাত দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার বীমাখাতের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বীমাখাতের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেন। বর্তমান সরকার বীমা আইন পাস করেছে, বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। এ ছাড়াও বীমাখাতের উন্নয়নে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।
বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশ গঠনে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির অন্যান্য কর্মকাণ্ডের সাথে সাথে বীমাখাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন! তিনি বীমা পেশার মাধ্যমে তার সংগ্রামী কর্মকাণ্ড চালিয়েছেন। তাই দেশের স্বাধীনতা-সংগ্রামে বীমারখাতের বিশেষ অবদান রয়েছে। বঙ্গবন্ধুই প্রথম উপলব্ধি করেন, দেশের উন্নয়ন করতে হলে বীমার উন্নয়ন করতে হবে। তাই তিনি খুব অল্প সময়ের মধ্যেই ‘জীবন বীমা করপোরেশন’ ও ‘সাধারণ বীমা করপোরেশন’ নামে পৃথক দুটি সরকারি প্রতিষ্ঠান চালু করেন।
যে ঐতিহাসিক মার্চ মাসে দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, সেই মাসের প্রথম দিনটি (১ মার্চ) আমরা ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে পেয়েছি। এটা আমাদের বীমাখাতের সংশ্লিষ্ট সবার জন্য গর্বের। কেননা এই দিনে তিনি রাজনীতির পাশাপাশি বীমাশিল্পে পেশাজীবনে জড়িত হয়েছিলেন! সুতরাং সংশ্লিষ্টরা বীমাখাতের সুশাসনের জন্য এই বিশাল ইমোশন বা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সামনে এগোতে পারে সহজেই!
জাতির জন্য শোকের মাস আগস্ট! এই মাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের মাস! জাতি কৃতজ্ঞচিত্তে দুঃখভরা মন নিয়ে স্মরণ করছে এই মাসটি। যে মাসে ঘাতকের বুলেটে জাতি হারিয়েছিল তার জাতির পিতাকে, হারিয়েছিল জাতির পিতার পরিবারের সদস্যদের। যাঁদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য এই দেশটির স্বাধীনতা আর মুক্তিসংগ্রামের জন্য!
তবে শোককে শক্তিতে পরিণত করে আমাদের এগিয়ে যেতে হবে সম্মুখপানে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে! এই হোক আজকের দিনে আমাদের বাঙালি জাতির অঙ্গীকার। তবেই কিছুটা হলেও শোধ হবে বঙ্গবন্ধুর রক্তের ঋণ!
১৫ আগস্টের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে তাঁদের বেহেশত নসিবের আরজি করছি, আমরা নিটল পরিবার! আমীন!
একেএম মনিরুল হক
চেয়ারম্যান
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy