• দ্বিতীয় দফায় আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন দলিল উদ্দিন

    | ৩০ মে ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ

    দ্বিতীয় দফায় আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন দলিল উদ্দিন
    apps

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য হিসেবে দ্বিতীয় দফায় নিয়োগ পেয়েছেন কর্তৃপক্ষের সদস্য (আইন) মো. দলিল উদ্দিন।

    পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

    Progoti-Insurance-AAA.jpg

    এর আগে ২০২০ সালের ১০ জুন নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য হিসেবে সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে সময় তাকে ৩ বছর মেয়াদের জন্য নিয়োগ দেয়া হয়।

    দলিল উদ্দিন বলেন, নতুন মেয়াদে নিয়োগের চিঠি আজ-ই আমি হাতে পেয়েছি। চুক্তি স্বাক্ষর হয়তো আগামীকাল বা পরবর্তী দিন হতে পারে। তিনি বলেন, দেশের বীমা খাতের উন্নয়নে কাজ করার জন্য আমাকে আরো কিছুটা সময় দেয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৮:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ ক্যালেন্ডার

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি