শনিবার ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

দ্বিতীয় নিলামে দ্বিগুণ দরে বিক্রি হলো ফেঞ্চুগঞ্জ সার কারখানা

  |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   1870 বার পঠিত

দ্বিতীয় নিলামে দ্বিগুণ দরে বিক্রি হলো ফেঞ্চুগঞ্জ সার কারখানা

দ্বিতীয় দফায় ফের নিলামে দ্বিগুণ দামে বিক্রি হলো ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি (এনজিএফএফএল)।

বুধবার (১১ আগস্ট) সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নিলামে মেসার্স সাইদুর রহমান ২১১ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা দিয়ে পুরাতন সার কারখানা স্ক্রেপ হিসাবে কিনে নেন।

এদিন বেলা আড়াইটায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মহা ব্যবস্থাপক বাণিজ্যিক সেরনিয়াবাত রেজাউল বারী সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করেন।

দরপত্রে অংশগ্রহণকারীদের সামনে বাছাইকালে উপস্থিত ছিলেন এনজিএফএফএর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক ও দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান এনজিএফএফএর জিএম (প্রশাসন) এ টি এম বাকী।

দরপত্রে অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিএন করপোরেশন ২০৫ কোটি ৬০ লাখ টাকা, তৃতীয় সর্বোচ্চ হয় খায়রুল অটো ফ্লাইওভার মিল ১৫২ কোটি টাকা।
এছাড়া দরপত্রে অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানের মধ্যে সেন্ট্রাল বাংলা কোরিয়ার অ্যান্ড পার্সেল লিমিডেট ১৪৯ কোটি টাকা, কমার্সিয়াল নেটওয়ার্ক নিউজ বাংলাদেশ ১৪২ কোটি ৭৫ লাখ টাকা, রেপিড সোর্স ১৩২ লাখ ৫২ লাখ ৯০০ টাকা, মেসার্স আল মাসুম ট্রেডার্স ১৩১ কোটি টাকা, ডিডি ফিসারিজ ১২১ কোটি ২১ লাখ ২১ টাকা, মেসার্স নিজামুল আলম ১১৯ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার টাকা, আলম ল্যান্ড ফাউন্ডেশন প্রাইভেট ১১২ কোটি টাকা, নুর আলম অ্যান্ড ব্রাদার্স ১১০ কোটি ৫৫ লাখ টাকা, বিনসেন কনসালটেন্সি ১০৭ কোটি ৯২ লাখ টাকা, এসএস স্টিল লিমিটেড ১০৬ কোটি ১০ লাখ টাকা এবং ফয়ছল অ্যান্ড কোম্পানি সামিট অ্যাসোসিয়েট ৬৪ কোটি টাকা দরপত্রে উল্লেখ করেন।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর (এনজিএফএফএল) বিক্রির জন্য দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। ওই সময় মেসার্স আতাউল্লাহ গ্রুপ সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০৩ কোটি ৭৫ হাজার টাকা দিয়ে কারখানাটি স্ক্রেপ হিসাবে কিনে নেন। কিন্তু নিয়মমাফিক টাকা জমা না করায় এটি আদালত পর্যন্ত গড়ায়।

আদালতের বেঁধে দেওয়া সময়েও টাকা জমা দিতে না পারেনি দরদাতা প্রতিষ্ঠানটি। অবশেষে পুনরায় নিলামের সিদ্ধান্ত নেয় শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিসিআইসি।

বিসিআইসির অধীনস্থ ফেঞ্চুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) সেরনিয়াবাত রেজাউল বারী ২৫ মে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পক্ষে দরপত্র আহ্বান করেন। পরদিন ২৬ মে দরপত্র আহ্বান করে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। কিন্তু করোনার কারণে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৪ জুলাইয়ের পরিবর্তে ১৫ জুলাই অফিস চলাকালীন পর্যন্ত দরপত্র বিক্রি এবং জমাদান ৫ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় নির্ধারণ হয়। এছাড়া দরপত্র খোলা ৫ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই দুপুর ২টায় নির্ধারণ করা হয়।

পরবর্তী করোনা ভাইরাসের প্রকোপের কারণে আরেক দফা পিছিয়ে দরপত্র বিক্রয় ১৫ জুলাইয়ের পরিবর্তে ১০ আগস্ট অফিস চলাকালে এবং দরপত্র গ্রহণ/জমাদান ১৮ জুলাইয়ের পরিবর্তে ১১ আগস্ট আনা হয়।

এদিন দুপুর ২টা ৩০ মিনিটে টেন্ডার খোলা হয়। বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে উঠে আসে মেসার্স সাইদুর রহমান নামক প্রতিষ্ঠানের নাম।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11468 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।