
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১ | প্রিন্ট | 630 বার পঠিত
দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় লোকসান কমেছে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান করেছে ৫৯ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি লোকসান কমেছে এক টাকা ৯৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির অর্ধবার্ষিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৪ পয়সা।
২০২০ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৯৩ পয়সা।
‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭৭ কোটি ২২ লাখ টাকা। এ কোম্পানির ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৭টি শেয়ারের মধ্যে ৩০.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক এবং ৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan