বিবিএ নিউজ.নেট | ২৬ জুলাই ২০২১ | ৫:২২ অপরাহ্ণ
বীমা খাতের অন্যতম গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোশাররফ হোসেনের দায়িত্বে মেয়াদ দ্বিতীয় দফায় বাড়াতে চায় পরিচালনা পর্ষদ। এজন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর চিঠিও দেয়া হয়েছে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা যায়, ২০১৮ সালের জুলাইয়ে গ্লোবাল ইন্স্যুরেন্সে সিইও হিসেবে নিয়োগ পান মো. মোশাররফ হোসেন। এরপর ওই বছরের ২৬ সেপ্টেম্বর তার নিয়োগকে অনুমোদন দেয় বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। যা চলতি জুলাই মাস পর্যন্ত মেয়াদ ছিলো। কিন্তু দায়িত্বে থাকাকালীন কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি উন্নীত হওয়ায় এবং বর্তমানে দেশের বীমা খাতে সিইও সংকট থাকায় দ্বিতীয় মেয়াদেও তাকে প্রধান নির্বাহী হিসেবে রাখতে চাইছেন কোম্পানির পরিচালনা পর্ষদ। এজন্য গত ২৮ জুন কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের প্রতি চিঠি প্রেরণ করা হয়। এছাড়া সিইও অনুমোদনের বীমা আইন ও আইডিআরের নির্দেশিত চেকলিস্ট অনুযায়ী সকল কাগজপত্রও চিঠির সাথে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সূত্র।
এ বিষয়ে আইডিআরএ পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে সিইও মো. মোশাররফ হোসেনকে ফোন করা হয়। তিনি জানান- এমনিতেই আইডিআরএর লোকবল সংকট রয়েছে। তার উপর বর্তমানে ঈদুল আযহার পরবর্তী ছুটির আমেজ এবং লকডাউন থাকায় তাদের প্রয়োজনীয় লোকবল বাইরোটেশন অনুযায়ী কাজ করছে। তাই পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে। তবে আমরা আশা করছি অনুমোদন পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ৫:২২ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy