বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1085 বার পঠিত
বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
এ নিয়ে টানা পঞ্চমবার বিএবির চেয়ারম্যান হলেন তিনি। আগামী দুই বছর (২০১৯-২১) সময়ে তিনি এ দায়িত্ব পালন করবেন। বুধবার রাজধানীর গুলশানে বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের ১৯৬তম নির্বাহী কমিটির সভায় তাকে নির্বাচিত করা হয়। নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার।
এছাড়া আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আলহাজ্ব আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিঃ এর চেয়ারম্যান।
আব্দুস সামাদ লাবু নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এবং রিলায়েন্স ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিঃ-এর উদ্যোক্তা পরিচালক। তিনি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)’র ভাইস চেয়ারম্যান।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed