বিবিএ নিউজ.নেট | ০৪ মে ২০২১ | ৩:৫৬ অপরাহ্ণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসাবে নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিকল্প বিনিয়োগের তহবিল পরিচালনার জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ও প্রাইভেট ইক্যুয়িটি ফান্ডে বিনিয়োগ করবে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডটির নাম হবে ‘ইউসিবি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ওয়ান’। আরেকটি প্রাইভেট ইক্যুয়িটি ফান্ড। ফান্ডটির নাম হবে ‘ইউসিবি প্রাইভেট ইক্যুয়িটি ফান্ড-ওয়ান’।
ফান্ড দুইটির আকার হবে ৩৫০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেলে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে ইউসিবি।
এছাড়া ই্উসিবির পরিচালনা পর্ষদ ‘ইউসিবি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট লিমিটেড’ নামে নতুন সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি বিকল্প বিনিয়োগের উৎস হিসাবে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইক্যুয়িটি এবং ইমপ্যাক্ট ফান্ড চালু করবে।
বাংলাদেশ সময়: ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy