নিজস্ব প্রতিবেদক | ০১ জানুয়ারি ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ
বিদায়ী বছরের হতাশা থেকে বের হতে পারেনি দেশের শেয়ারবাজার। উল্টো নতুন বছরের প্রথম দিনে সূচক কমেছে লেনদেন। তাতে আবারও হতাশা দিয়ে শুরু হলো আরেকটি বছর।
রোববার (১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে মাত্র ১৯টি কোম্পানির দর। কমেছে ১৪৯টির, আর ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে ১৬২টি কোম্পানি। লেনদেন হয়েছে মাত্র ১৭৮ কোটি ৪২ লাখ ৫৯ হাজার টাকা। ২০২০ সালের ৭ জুলাইয়ের পর ডিএসইতে এটি সর্বনিম্ন লেনদেন হলো। ওইদিন ডিএসইতে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়।
দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে নেমে এসেছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৪ পয়েন্ট। বাজারে লেনদেন হয়েছে ১০ কোটি ৪২ লাখ টাকা। লেনদেরে অংশ নেওয়া ১৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪৪টির ও ৮৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ৬:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |