• নাইজেরিয়ায় পেট্রল ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ৬

    বিবিএনিউজ.নেট | ২৪ ডিসেম্বর ২০২০ | ১:০৭ অপরাহ্ণ

    নাইজেরিয়ায় পেট্রল ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ৬
    apps

    পশ্চিম নাইজেরিয়ার একটি পেট্রল পাম্পে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

    বৃহস্পতিবার বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির কাওয়ারা রাজ্যের গাইকা-জেব্বা মহাসড়কের একটি তেল পাম্পে তেলবাহী ট্যাঙ্কার থেকে পেট্রল নামানোর সময় অজ্ঞাত কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

    Progoti-Insurance-AAA.jpg

    আশপাশের এলাকার অন্তত ৩০টি বাড়ি আগুনে পুড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে কর্তৃপক্ষ মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

    রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র হাকিম আডেকুনলে ঘটনাটি নিশ্চিত করেছেন তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রদান করেননি।


    তিনি বলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি