• নাম পরিবর্তন করছে বিডি ফাইন্যান্স

    | ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ১:৪৫ অপরাহ্ণ

    নাম পরিবর্তন করছে বিডি ফাইন্যান্স
    apps

    পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফাইন্যান্স) নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল সোমবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত নবম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির নাম পরিবর্তন করে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড হিসেবে নতুন নাম অনুমোদন করা হয়, যা পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন নিতে হবে।

    বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেনের সভাপতিত্বে ইজিএমে ইসলামিক উইং পরিচালনার জন্য কোম্পানির মেমোরেন্ডামে অবজেকটিভ ক্লজ সংশোধন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির নিয়োগের বিধান অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদিত হয়।

    Progoti-Insurance-AAA.jpg

    সভায় চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, আমরা নিজেদের বিডি ফাইন্যান্সের মালিক হিসেবে মনে করি না। বরং সাধারণ মানুষের অর্থের কাস্টোডিয়ান হিসেবে বিবেচনা করি। আমরা অতীতের মতো ভবিষ্যতেও আমাদের গ্রাহকদের স্বার্থ শতভাগ অক্ষুন্ন রাখব। বিডি ফাইন্যান্সের ইসলামী উইংয়ের মাধ্যমে আমরা শিগগিরই সমৃদ্ধির এক নবদিগন্তের উন্মোচন ঘটাব।

    বিডি ফাইন্যান্সের নতুন নাম প্রসঙ্গে কোম্পানির এমডি ও সিইও কায়সার হামিদ বলেন, বাংলাদেশের ৫০তম বর্ষপূর্তির এ শুভমুহূর্তে কোম্পানির নতুন নাম বাংলাদেশ ফাইন্যান্সের মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলাদেশের জাতীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা বাংলাদেশ ফাইন্যান্সকে দেশের সব মানুষের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে চাই।


    সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে ভাইস চেয়ারম্যান ইকবাল ইউ আহমেদ, পরিচালক মো. আসাদুজ্জামান খান, গোলাম হাফিজ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, শাহানাজ রশীদ, ইউসুফ আমান, মো. ইমতিয়াজ ইউসুফ, ইহতিয়াজ ইউসুফ ও রুকুনুজ্জামান খানসহ কোম্পানির শেয়ারহোল্ডাররা অংশ নেন। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব মুন্সী আবু নাঈম।

    উল্লেখ্য, সম্প্রতি বিডি ফাইন্যান্সকে ইসলামী শরিয়াহিভত্তিক ব্যবসা পরিচালনার জন্য পৃথক উইংয়ের মাধ্যমে ইসলামী মূল্যবোধের আলোকে প্রণীত বিধিবিধান মেনে গ্রাহকদের প্রয়োজনীয় আর্থিক সেবা প্রদানের অনুমতি প্রদান করে বাংলাদেশ ব্যাংক।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি