বিবিএ নিউজ.নেট | ২৪ মে ২০২১ | ৬:২৯ অপরাহ্ণ
পুুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইজিএম আজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শামিমা নারগিস হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ একরামুল হক, পরিচালক কাওসার আহমেদ, স্বতন্ত্র পরিচালক ইমতিয়াজ লুৎফুল বাসেত ও প্রধান অর্থ কর্মকর্তা মুসতাক আহমাদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব এ কে এম জাকারিয়া হোসেন।
ইজিএমে কোম্পানির নাম পরিবর্তন বিষয়ে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডাররে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নতুন নামের সুফল সম্পর্কে তাদের আশ্বস্ত করেন। সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কোম্পানির নাম তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে পরিবর্তিত হয়ে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম,পিএলসি হয়েছে।
সভায় কোম্পানির চেয়ারম্যান শামিমা নারগিস হক বলেন, অত্যন্ত সুন্দরভাবে ইজিএমের এজেন্ডা পাশ হয়েছে। এ ব্যাপারে শেয়ারহোল্ডারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে আমি মুগ্ধ। খুব শিগগিরই আমাদের কাঙ্খিত শেয়ারকোড লাভেলো নামে শুরু হবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ একরামুল হক বলেন, অনেক শেয়ারহোল্ডার আমাকে প্রশ্ন করেছেন, নতুন নামের সুফল আমরা কিভাবে পাব। তিনি বলেন, সারাদেশে আমরা লাভেলো নামে পরিচিত। শেয়ারহোল্ডাররা শেয়ার কিনছেন লাভেলো নামে। এজন্য নাম পরিবর্তেন মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগকারীদের সম্পর্ক আরো গভীর হবে। লকডাউনেও আমাদের ব্যবসা ভালো হয়েছে। বর্তমান আবহাওয়াও ব্যবসার অনুকূলে। তাই সামনে আরো ভালো হবে।
বাংলাদেশ সময়: ৬:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy