• নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ

    বিবিএনিউজ.নেট | ০৬ জুলাই ২০১৯ | ৩:৫৬ অপরাহ্ণ

    নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের প্রশিক্ষণ
    apps

    বাংলাদেশী নারী এসএমই উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাবসন কলেজের সহযোগিতায় কিছু উদীয়মান ও প্রতিশ্রুতিশীল নারীকে নিয়ে ৩ জুলাই ব্র্যাক ব্যাংকের নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু করেছে। ব্যাবসন কলেজ উদ্যোক্তাদের পাওয়ারহাউজ নামে পরিচিত, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উদ্যোক্তা কলেজ, অন্যদিকে এফএমও একটি ডাচ বিনিয়োগ সংস্থা।

    ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি চলবে ৩-৪ জুলাই এবং ৮-৯ জুলাই।

    Progoti-Insurance-AAA.jpg

    ব্যাবসন কলেজের প্রফেসর অব ফিন্যান্স অ্যান্ড ন্যাশনাল একাডেমিক ডিরেক্টর রিচার্ড টি ব্লিস এবং ব্যাবসন কলেজের একাডেমিক ডিরেক্টর প্রফেসর প্যাটরিসিকা জি গ্রিনি প্রশিক্ষণটি পরিচালনা করেন।

    অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, আমাদের এ পুরুষশাসিত সমাজে নারীর ক্ষমতায়নে অসাধারণ অগ্রগতি ঘটেছে। অনেক নারী বারবার তাদের দক্ষতা প্রমাণ করেছেন। তারা পুরুষদের পেছনে ফেলে শুধু কুটির শিল্পেই নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও (এসএমই) সফলতার স্বাক্ষর রেখেছেন। একটি ভ্যালু বেজড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক নারী ব্যবসায়ীদের কল্যাণে এমন ট্র্রেনিং প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করতে পেরে গর্বিত। আমরা বিশ্বাস করি, এ ধরনের ট্রেনিং তাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি