• নায়িকাদের মিস করেন ওমর সানি

    | ২৪ জুলাই ২০১৯ | ৮:৪৯ পিএম

    নায়িকাদের মিস করেন ওমর সানি
    apps

    নব্বই দশকদের ঢাকাই ছবির ক্রেজ ছিলেন চিত্রনায়ক ওমর সানি। দুই যুগের বেশি সময় ধরে তিনি ছুটে চলেছেন স্বমহিমায়। তার অভিনীত অসংখ্য ব্যবসাসফল ছবি আজও দর্শকদের মনে গেঁথে আছে।

    তিনি কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত হলেও বেশকিছু নতুন পরিচয়ে নতুন করে আলোচিত হয়েছেন। ওমর সানি দর্শকের সামনে হাজির হয়েছেন মডেল হিসেবে, উপস্থাপক হিসেবে।

    তবে সিনেমার মানুষ এই পরিচয়টাই ধারণ করেন তিনি মনে প্রাণে। আজ বুধবার (২৪ জুলাই) একটি স্ট্যাটাসে তিনি সেটার প্রমাণ নতুন করে দিলেন। সেখানে তিনি নিজের ক্যারিয়ারের সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেছেন। তিনি স্মরণ করেছেন তার সুপারহিট ছবির কয়েকজন নায়িকাকেও।

    ওমর সানি তার স্ট্যাটাসে লেখেন, ‘আমার প্রথম ছবি থেকে পিছনে তাকাতে হয়নি। বাম্পারহিট। সুপার হিট। সুপারহিট হিট। সো সো সব ছবি আমি পেয়েছি। আজকে আমি স্মরণ করছি আমার সাথে যারা কাজ করেছে মানে নায়িকাদের।


    মুক্তি, জিনাত, লিমা, মৌসুমী , নিশি ,শাহনাজ, চম্পা, শিল্পী, অঞ্জু ঘোষ, ঋতুপর্ণা, শাবনুর, পপি, রেসীসহ আরো অনেকে।

    আল্লাহর রহমতে নায়িকার দিকে তাকাতে হয়নি আমাকে কোনো দিন। আজ একজন ছাড়া সবাইকে মিস করি। কিন্তু দু-একজনের সাথে কথা হয় দেখা হয়। এই চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে তার চেয়ে বেশি দিয়েছে দর্শক। আল্লাহ সবাইকে ভালো রাখুক।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৮:৪৯ পিএম | বুধবার, ২৪ জুলাই ২০১৯

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    বসন্ত উৎসবে মিলেছে নগরবাসী

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    মিথিলার অবশেষে ভালোবেসে

    ০৮ ফেব্রুয়ারি ২০১৯

    দুই দেশে জয়ার দুই ছবি…

    ০৩ জানুয়ারি ২০১৯