নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ৩১ মার্চ ২০১৯ | প্রিন্ট | 874 বার পঠিত
পুঁজিবাজারভুক্ত সাধারণ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় গুলশানস্থ পুলিশ প্লাজা কনকর্ড টাওয়ারে সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. মাহবুবুল করিম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম মনিরুল হক। কোম্পানি সচিব মোঃ শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানীর ব্যবসায়িক সাফল্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এই ধারা অব্যহত রেখে নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন চেয়ারম্যান এ কে এম মনিরুল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকতা জনাব এস এম মাহবুবুল করিম। এসময় কোম্পানীর সকল শাখা প্রধানগন ও প্রধান কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৩:৩১ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed