বিবিএ নিউজ.নেট | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 293 বার পঠিত
নিম্নমুখী প্রবণতায় দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে।
এদিন উভয় প্রতিটি সূচকের পাশাপাশি কমেছে টাকার অঙ্কে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৪.৭৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.০৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট এবং সিডিএসইটি ৩.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২২.৮৪ পয়েন্টে, ২০৫৬.৮৩ পয়েন্টে এবং ১১৪৮.৪৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৬৬০ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ২ লাখ টাকার।
ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির বা ২৯.৩১ শতাংশের, শেয়ার দর কমেছে ১২০টির বা ৩৪.৪৮ শতাংশের এবং ১২৬টির বা ৩৬.২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১২.৪৮ পয়েন্টে। সিএসইতে ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy