নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ মে ২০২৩ | প্রিন্ট | 160 বার পঠিত
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নুরে আলম ছিদ্দিকী অভি’র নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
মঙ্গলবার (২৩ মে) আইডিআরএ’র পরিচালক মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে চলতি বছরের ১ মার্চ ২০২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিন বছরের জন্য তার নিয়োগ অনুমোদন দেয়া হয়। নুরে আলম ছিদ্দিকী অভি ইতিপূর্বে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করছিলেন।
আলফা ইসলামী লাইফের চেয়ারম্যান বরাবর পাঠানো অনুমোদন সংক্রান্ত ওই চিঠিতে বলা হয়, চুক্তিপত্রের বিভাজন অনুযায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসিক সর্বমোট চার লক্ষ টাকা বেতন-ভাতা এবং বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এছাড়া, বীমা সংক্রান্ত অন্যান্য আইন-কানুন ও সার্কুলারসমূহ পরিপালনের নির্দেশনা দেয়া হয়।
নুরে আলম ছিদ্দিকী অভি ছাত্রাবস্থায় ২০০০ সালে মেট লাইফে কর্মজীবন শুরু করেন। মেট লাইফে কাজ করার সময় তার পরিশ্রম, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অভাবনীয় সাফল্যে বহু পদক অর্জনসহ বিশ্বের ৫০টির বেশি দেশ ভ্রমণ করেছেন।
প্রায় দুই যুগ কর্মজীবনে তিনি চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স, সোনালী লাইফ ইনস্যুরেন্স বর্তমানে আলফা ইসলামী লাইফে যোগ্যতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আলফা ইসলামী লাইফে ২০২০ এ যোগদান করে তিনি প্রতিষ্ঠানটিকে দেশসেরা বীমা কোম্পানি হিসেবে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। নুরে আলম ছিদ্দিকী অভি ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
Posted ৫:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩
bankbimaarthonity.com | rina sristy