বিবিএনিউজ.নেট | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 426 বার পঠিত
নেসলে বাংলাদেশ লিমিটেড ও ব্যান্ড দল শূন্য একসঙ্গে নিয়ে আসছে ‘নেসক্যাফে প্রেজেন্টস শূন্য আনপ্লাগড’। এটি শূন্য ব্যান্ডের প্রথম আনপ্লাগড গানের সিরিজ।
গত ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বলে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা, শূন্য ব্যান্ড দলের সদস্যরা ও মিডিয়া কন্সালট্যান্টস লিমিটেড (ওয়েভমেকার) সহকারী পরিচালক আশরাফুল আনাম ফাহিম।
এ চুক্তির মাধ্যমে মুক্তি পাবে শূন্য ব্যান্ডের চারটি অরিজিনাল গানের আনপ্লাগড সংস্করণ। গানগুলো হলো- ‘বেদনা, ঝরিয়ে দাও, স্মৃতির ছেঁড়া পাতায় ও রাজাহীন রাজ্য’। এই সিরিজটির প্রথম গানটি গত ১৪ ফেব্রুয়ারি শূন্য ব্যান্ডের ফেসবুক ও ইউটিউব পেইজে মুক্তি পায়।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed