নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 469 বার পঠিত
পুঁজিবাজারভুক্ত স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন এএইচএম জিয়াউল আহসান। মঙ্গলবার (২৭ অক্টোবর) এনটিসি পরিচালনা পর্ষদের ৬২২তম সভায় তাকে এমডি হিসেবে নিয়োগ অনুমোদন করা হয়। এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
জিয়াউল আহসান এর আগেও এনটিসির এমডি পদে ছিলেন। তিনি দায়িত্বে থাকাকালীন কোম্পানি প্রায় ২০ কোটি টাকার ঊর্ধ্বে মুনাফা করেছিলো। যা এখন পর্যন্ত এ কোম্পানির সর্বোচ্চ মুনাফা। এছাড়া উৎপাদন ও বিক্রি বেড়েছিল বহুলাংশে, যা ২০১৭ সালে আর্থিক বিবরণীতে পাওয়া যায়। প্রায় ৩ বছর পর ফের এনটিসির এমডি হিসেবে তাকে নিয়োগ করে প্রতিষ্ঠানটি। আগামী ২৮ অক্টোবর থেকে তিনি নিয়মিত অফিস করবেন বলে জানা গেছে।
Posted ৮:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed