বিবিএ নিউজ.নেট | ২২ ডিসেম্বর ২০২১ | ৬:২০ অপরাহ্ণ
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মোরশেদ। উপস্থিত ছিলেন মনোনীত পরিচালক নুরুজ্জামান খান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, ড. মোহাম্মদ মাহবুব রহমান, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, কোম্পানির সিএফও মো. শওকত আলী মিয়া এফসিএ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আব্দুল মালেক।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।
সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল পলিমারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮২ পয়সা। যেখানে এর আগের বছরে ইপিএস ছিল ২ টাকা ৫০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৯ পয়সায়।
২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বাংলাদেশ সময়: ৬:২০ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy