বিবিএনিউজ.নেট | ২১ ডিসেম্বর ২০২০ | ১১:৫০ পূর্বাহ্ণ
বীমা ব্যক্তিত্ব মো. কাজিম উদ্দিন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি তার এ নিয়োগ অনুমোদন দেয়। এর আগে তিনি ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কাজিম উদ্দিন বীমাশিল্পে একজন দক্ষ, অভিজ্ঞ ব্যক্তিত্ব ও অন্যতম সংগঠক। তিনি ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফে এন্ট্রি লেভেল থেকে কাজ শুরুর মাধ্যমে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ ২০১৪ সাল থেকে ডিএমডি পদসহ সুদীর্ঘ ৩৩ বছর ন্যাশনাল লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি বীমা বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। এ সুবাধে তিনি জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, আরবআমিরাত ও ভারতসহ বহু দেশ ভ্রমণ করেন। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাকইরতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১১:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed