ন্যাশনাল হাউজিং ফিন্যান্সের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 374 বার পঠিত
ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক এসএম আনিছুজ্জামান, সব শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা। উপস্থিত সবাই চলতি বছর কোম্পানির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে মতামত প্রদান করেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান গত বছর ব্যবসায়িক সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোম্পানির ব্যবসায়িক সাফল্য অর্জনে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করেন। সবার সহযোগিতা কামনা করে দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed