নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ আগস্ট ২০২০ | প্রিন্ট | 389 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : গত দুই কার্যদিবস দরপতনের পর আজ বুধবার আবারও উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। এদিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৫, ১৬৪৪ ও ৯৬১ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৬ কোটি ৫৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির বা ৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭৫টির বা ৪৯ শতাংশের এবং ৩১টি বা ৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৩:২১ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan