• পতনের বৃত্তে বাজার

    বিবিএ নিউজ.নেট | ০২ ফেব্রুয়ারি ২০২১ | ৬:১৬ অপরাহ্ণ

    পতনের বৃত্তে বাজার
    apps

    ঘুরে ফিরে আবারও পতনের বৃত্তে অবস্থান করছে পুঁজিবাজার। টানা তিন কার্যদিবস ধরেই দেশের শেয়ার বাজারে দর পতন হচ্ছে। উভয় শেয়ারবাজারে গতকাল মঙ্গলবারও পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।

    গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭০২ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫ কোটি ১৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৭ কোটি ৭৮ লাখ টাকার।

    Progoti-Insurance-AAA.jpg

    বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৪.৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.০৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৬.০৩ পয়েন্ট এবং সিডিএসইটি ৯.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৬.০৮ পয়েন্টে, ২১০৯.৪৫ পয়েন্ট এবং ১১৮৯.৬৭ পয়েন্টে।

    ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির বা ২৫.৩৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৭টির বা ৪১.৪০ শতাংশের এবং ১১৮টির বা ৩৩.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৯৭.৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৬:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি