
বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ | প্রিন্ট | 345 বার পঠিত
দরিদ্র মানুষের সেবায় করোনাভাইরাস মোকাবেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে প্রতিষ্ঠিত ১০০ শয্যার “সিএমপি-বিদ্যানন্দ হাসপাতাল”টি বন্দর নগরীর পতেঙ্গায় যাত্রা শুরু করেছে।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান প্রধান অতিথি হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, অসহায় মানুষের সেবায় বিদ্যানন্দের এমন উদ্যেগের সাথে জড়িত থাকতে পেরে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ গর্বিত। একদিকে যেমন স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে মহামারীর প্রথম থেকেই জনগণের পাশে থেকে মানবিক কাজ করে আসছে, তেমনি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখযোদ্ধা হিসেবে অবদান রেখে যাচ্ছেন।
তিনি বলেন, গরীব করোনাভাইরাস আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বেগবান করার জন্য এ উদ্যোগ, যা নিঃসন্দেহে জনগণকে চিকিৎসা সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ মানুষকে আরও মানবিক হতে উদ্বুদ্ধ করবে।হাসপাতালটিতে পোর্টেবল অক্সিজেনের পাশাপাশি কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এতে ১২ জন ডাক্তার, ১৮ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়মিত সেবা দিবেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবসেবায় কাজ করে আসছে। দেশের এই ক্রান্তিলগ্নে দরিদ্র মানুষদের সেবা দিতে দিন রাত পরিশ্রমর ফলে আজ হাসপাতালটি বাস্তবে রূপ নিলো। এ মহতী উদ্যোগে সার্বিকভাবে এগিয়ে আসার জন্য সিএমপিকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান । তার স্ত্রী ও ছেলে হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকতা, স্বেচ্ছাসেবী, ডাক্তার, নার্স, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন ।
Posted ২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed