• পদত্যাগ করলেন বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান

    বিবিএ নিউজ.নেট | ১১ মার্চ ২০২১ | ৩:০৯ অপরাহ্ণ

    পদত্যাগ করলেন বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান
    apps

    তৈরি পোশাক মালিকদের সংগঠন ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি’র (বিজিএমইএ) নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ ফরহাত আনোয়ার পদত্যাগ করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২৩ দিন আগে তিনি পদত্যাগ করলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বুধবার সংগঠনের সভাপতি রুবানা হকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

    বিষয়টি নিশ্চিত করেছেন রুবানা হক। তিনি বলেন, একটি পদত্যাগপত্র পেয়েছি। প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। প্রার্থীদের তালিকায় নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে।

    Progoti-Insurance-AAA.jpg

    বিজিএমইএ সূত্র জানিয়েছে, সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী ৩৫টি পরিচালক পদে নির্বাচন করবেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি ও সাত জন সহসভাপতি হবেন।

    প্রাথমিকভাবে সম্মিলিত পরিষদ ও ফোরামের ৯৯ জন প্রার্থী ১০৩টি মনোনয়নপত্র জমা দেন। গত ৪ মার্চ ৩৩টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনি বোর্ড। আগামী ৪ এপ্রিল রাজধানীর রেডিসন হোটেলে এবং চট্টগ্রামে সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।


    Facebook Comments Box

    বাংলাদেশ সময়: ৩:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

    bankbimaarthonity.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রডের দাম বাড়ছে

    ১৩ জানুয়ারি ২০১৯

    Archive Calendar

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • ফেসবুকে ব্যাংক বীমা অর্থনীতি