নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 149 বার পঠিত
সাধারণ বীমা কর্পোরেশনের (এসবিসি) কর্মকর্তা ও কর্মচারীরা পদোন্নতিসহ নানা দাবি-দাওয়া আদায়ে বিক্ষোভ করছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সাধারণ বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের অফিস ঘেরাও করে বিক্ষোভ ও নানা দাবি তুলে ধরেন।
বিক্ষোভকারীদের দাবি, বছরের পর বছর ধরে তাদের পদোন্নতি দেওয়া হয়নি। কর্পোরেশনে দীর্ঘদিন ধরে জিএম পদ খালি থাকা সত্ত্বেও কাউকে পদোন্নতি না দেয়ায় নিচের পদ থেকেও কেউ পদোন্নতি পাচ্ছেন না। কিছু কিছু কর্মকর্তা-কর্মচারী নানা বৈষম্যের স্বীকার হয়েছেন।
এসবিসি’র প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বেলাল হোসেনের অনিয়ম দুর্নীতির সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বেলাল হোসেন ইউনিয়ন ব্যাংক থেকে অনৈতিক ফায়দা হাতিয়ে নিয়ে এসবিসি’র প্রায় ১৫০ কোটি টাকা এফডিআর করেন। কিন্তু দীর্ঘ এক বছরেও ইউনিয়ন ব্যাংক থেকে ১০ কোটি টাকা আদায় করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন ব্যাংক থেকে সেই টাকা নেয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ সময় বিক্ষোভকারীরা এসবিসি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ইস্তফা দেওয়ার দাবি জানান। তারা আরো বলেন, যদি যথাসময়ে পদোন্নতি না দেয়া না হয় এবং এসবিসিতে সংগঠিত অনিয়ম দুর্নীতির সঠিক তদন্ত করা না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবেন।
Posted ৬:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy